সবুজ তারুণ্যের আবৃত্তি গানসহ নানা আয়োজন

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:১৬ অপরাহ্ণ

চেরাগী পাহাড় লুসাই ভবনের সামনে সবুজ তারুণ্যের স্বাধীনতা উৎসবে ছিল দুদিনব্যাপী নানা আয়োজন। প্রথম দিন ২৬ মার্চ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া বোধন, জয়ধ্বনি, বগিবাজ, পিসিসিএফ, সাদার্ন বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব ও চট্টগ্রাম কলেজ ইসিএ ক্লাবের পরিবেশনা। অতিথি পর্বে ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংবাদিক শুকলাল দাশ প্রমুখ।
দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালী। অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও সবুজ তারুণ্যের উপদেষ্টা শৈবাল দাশ সুমন। বিকেল অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক। পরে চারটি ব্যান্ডের অংশগ্রহণে ছিল স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অগ্নিঝরা গান নিয়ে আয়োজন। এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাগরময় আচার্য, সাধারণ সম্পাদক অনিক চক্রবর্তী, সহসভাপতি রুবেল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রজত বনিক ও অরিত্র চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেখক মুক্তিযোদ্ধা স্থিতধী বড়ুয়া অসুস্থ, আশীর্বাদ কামনা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দুই বিদ্যুৎ কর্মী আহত