আসন্ন শ্রীলংকা সফরে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলদেশি ক্রিকেটারদের। কোয়ারেন্টাইনের বিষয়টি জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার ৫ এপ্রিল তিনি বলেন, শ্রীলংকায় তিন দিনের কোয়ারেন্টাইন। নিউজিল্যান্ডের মতো ১৪ দিনের কোয়ারেন্টাইন নয়। এমন না যে দুইদিন লাগবে পৌঁছাতে। শ্রীলংকায় যেতে খুব কম সময় লাগে, কোয়ারেন্টাইন সময়সীমাও কম আছে। এ ক্ষেত্রে ইমার্জেন্সি হলে ৩-৪ দিন আগে প্লেয়ার নেওয়া যাবে। যেহেতু দুইটা টেস্ট ম্যাচ, বহরটা নিউজিল্যান্ডের মত বড় হোক সেটা আমরা চাই না। চাই বহরটা ছোট হোক। সেসব আলোচনা করেই স্কোয়াড দেওয়া হবে।’ হাবিবুল খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বলেন, ‘ফিটনেস নিয়ে একটা চিন্তা বিষয় আছে। আমি যতটুক জানি মুশফিক ফিট হয়ে যাবে। আরও কয়েকটা জায়গায় চিন্তার বিষয় আছে। হাসান মাহমুদের ফিটনেস ইস্যু আছে, আমরা তার ফাইনাল রিপোর্ট আজকে বা কালকে পেয়ে যাবো। ফিটনেস ইস্যুর কারণেই আমরা দলটা এখনো দিতে পারিনি। আজ কালকের মধ্যে সবার রিপোর্ট পেয়ে যাবো। এরপরই দল চূড়ান্ত করে ফেলবো।’