বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত চলমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে আরো একটি পদক পেয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গতকাল গেমসের খো খো ইভেন্টের ফাইনাল খেলা পল্টন মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া শক্তিশালী আনসার দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি চট্টগ্রাম জেলা দল। ফাইনালে ১২-০৪ পয়েন্টে চট্টগ্রাম জেলা দল পরাজিত হয়। ফলে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রামকে। এর আগে চট্টগ্রাম জেলা দল নাটোর জেলা দলকে ১৯-১৬ পয়েন্টে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। এর আগে সাইক্লিংয়ে একটি স্বর্ণ পদক সহ দুটি পদক পেয়েছিল চট্টগ্রাম জেলা দল। এদিকে বাংলাদেশ গেমসে আরো একটি রৌপ্য পদক জয় করায় সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন ও খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর এবং সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন খো খো দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ।