কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে ‘ফলিত গণিতে সাম্প্রতিক সময়ের অগ্রগতি’ শীর্ষক এক সেমিনার (ওয়েবিনার) গত ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিখ্যাত গাণিতিক-পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনার উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিজ্ঞান বিশ্বকে বুঝতে হলে গণিত চর্চার বিকল্প নেই।
উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খলিফা মোহাম্মদ হেলাল। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।
প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির গণিত ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিয়াওমিং হ্, খুলনা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস। প্রথম সায়েন্টিফিক সেশনে সেশন চেয়ার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী।
দ্বিতীয় সায়েন্টেফিক সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জালাল আহম্মদ, গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার। সেশন চেয়ার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। প্রেস বিজ্ঞপ্তি।