দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনুন

ছাত্রসেনার মানববন্ধনে বক্তারা

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

দ্রবমূল্যের লাগামহীন ঊর্ধগতি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে গণপরিবহনে ৬০% ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার পটিয়া থানার মোড় চত্বরে মানববন্ধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া পৌরসভা। সংগঠনের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ফরিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাত্রসেনা দক্ষিণ জেলার সাবেক সদস্য জমির উদ্দীন ও ছাত্রসেনা পটিয়া সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. নাজমুল হক চৌধুরী। বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জন দুর্ভোগ সৃষ্টি করেছে। সরকারকে সিন্ডিকেট নিয়ন্ত্রণে এনে দিশেহারা জনগণের কথা ভেবে স্বাভাবিক দ্রব্যমূল্য নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, গণপরিবহনে ৬০% বৃদ্ধি করা হলেও পরিবহনগুলোতে গাদাগাদি করে মানুষ বসছে, মানছে না স্বাস্থ্যবিধি। এ ভাড়া বৃদ্ধিও অযৌক্তিক। নেতৃবৃন্দ গণপরিবহনে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। মানববন্ধনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহার উদ্দিন, আমান উল্লাহ কবির, হাসান উদ্দিন, আব্দুর রহিম, আসিফ চৌধুরী মানিক, মুহাম্মদ তৌফিক, আশিক চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক করোনার প্রাদুর্ভাবে কাট্টলীতে মহাতীর্থ বারুণী স্নান উৎসব স্থগিত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ঝিনুকসহ তিন পাচারকারী গ্রেপ্তার