মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন করোনা আক্রান্ত হয়ে পাঁচলাইশস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। এদিকে সাহাবউদ্দিনের রোগমুক্তি কামনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নগরীর দারুল ফজল মার্কেট জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহামদ। এছাড়া তার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা সংসদ সকল উপজেলা কমান্ডের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।