হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ট্রমা সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রাসেদুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত, ২০১৯ সালের ৪ মে ট্রমা সেন্টারটির আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। হাটহাজারী উপজেলার মধ্য দিয়ে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাউজান-পার্বত্য জেলা রাঙামাটি মহাসড়ক চলে গেছে। এই দুই মহাসড়কে দুর্ঘটনা নিত্য ব্যাপার। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল দুর্ঘটনায় আহত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ট্রমা সেন্টার স্থাপনের। এর প্রেক্ষিতে ও স্থানীয় সাংসদের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ট্রমা সেন্টার স্থাপনের কাজ শুরু করে। ট্রমা সেন্টার নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে।