ঘুষের টাকাসহ গ্রেপ্তার চকরিয়ার সাব-রেজিস্ট্রারের জামিন

মোহরার ৩ দিনের রিমান্ডে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার হওয়া চকরিয়া সাবরেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামানকে জামিন দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। আসামি পক্ষের জামিন আবেদন এবং দুদকের তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের পৃথক শুনানি শেষে গতকাল রবিবার কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. ইসমাইল সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামানের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন মঞ্জুর করেন। পাশাপাশি একইসাথে গ্রেপ্তার হওয়া মোহরার দুর্জয় কান্তি পালকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন একই আদালত। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ দুই আসামির প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। জানা যায়, চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের ভুক্তভোগী রশিদ আহমদের এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে ১ এপ্রিল চকরিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর একটি টিম। প্রায় ৯ ঘণ্টার অভিযানে সেবাপ্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকাসহ সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান ও মোহরার দুর্জয় কান্তি পালকে আটক করে দুদক। এ ঘটনায় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক ও এনফোর্সমেন্ট দলনেতা রিয়াজ উদ্দিন বাদী হয়ে দণ্ডবিধির ১৬১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলার অনুমতি চেয়ে দুদক প্রধান কার্যালয়ে আবেদন করেন। কঙবাজার জেলা আদালতে দুদকের আইনজীবী মো. আবদুর রহিম দৈনিক আজাদীকে বলেন, ‘ঘুষের টাকাসহ গ্রেপ্তার হওয়া চকরিয়ার সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামানের জামিন মঞ্জুর হয়েছে, তার রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে মোহরার দুর্জয় কান্তি পালের জামিন নামঞ্জুর করেছেন। তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সাব-রেজিস্ট্রার একজন সরকারি আমলা, এ জন্য তাকে আদালত জামিন দিয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধফখরের রেকর্ড ১৯৩ ছাপিয়ে দ. আফ্রিকার জয়
পরবর্তী নিবন্ধলকডাউনে আদালত চলবে সীমিত পরিসরে