ফখরের রেকর্ড ১৯৩ ছাপিয়ে দ. আফ্রিকার জয়

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

প্রায় সাড়ে তিনশ রানের লক্ষ্য তাড়ায় ২৫তম ওভারে ১২০ রানে নেই ৫ উইকেট। বড় হারের মঞ্চ প্রস্তুত। সেই ম্যাচ জমিয়ে তুললেন ফখর জামান। তবে আশা জাগিয়েও ডাবল সেঞ্চুরি পেলেন না বাঁহাতি এই ওপেনার। আলো দেখলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারল না পাকিস্তান। দারুণ জয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে গতকাল রোববার দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে জিতেছে স্বাগতিকরা। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ফখরের বীরত্বে পাকিস্তান করেছে ৩২৪ রান। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে একটুর জন্য দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পাননি ফখর। ১০ ছক্কা ও ১৮ চারে ১৯৩ রান করে ফিরেন রান আউট হয়ে। দুর্দান্ত ইনিংসের জন্য জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এই ইনিংসের পথে দারুণ এক কীর্তি গড়েন ফখর। রান তাড়ায় ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এখন তার। টপকে গেছেন বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসনের করা অপরাজিত ১৮৫ রান। দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য এনে দিতে মিলিত অবদান রাখেন ব্যাটসম্যানরা। ৮ রানের আক্ষেপ নিয়ে ৯২ রানে আউট হন টেম্বা বাভুমা। কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ৮০ রান। ঝড়ো ফিফটি করেন রাসি ফন ডার ডাসেন ও ডেভিড মিলার। টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন ডি কক ও এইডেন মারক্রাম। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মারক্রাম (৩৯)। পাওয়ার প্লের শেষ ওভারে ফাহিম আশরাফকে ছক্কায় উড়িয়ে পরের বলেই তার বিদায়ে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ডি কক। তাকে সঙ্গ দেন বাভুমা। ৬০ বলে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরিতে চোখ রাখেন স্বাগতিক কিপার-ব্যাটসম্যান। বোল্ড করে তাকে থামান হারিস রউফ। ৮৬ বলে খেলা ডি ককের ৮০ রানের ইনিংসে ১০ চারের পাশে একটি ছক্কা।

পূর্ববর্তী নিবন্ধঅটিজম শিশুদের প্রয়োজন নিবিড় পরিচর্যা ও সেবা
পরবর্তী নিবন্ধঘুষের টাকাসহ গ্রেপ্তার চকরিয়ার সাব-রেজিস্ট্রারের জামিন