সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মোটর সাইকেল আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার বেলা ১২টার দিকে বন্দর থানাধীন সল্টগোলা মোড়ে বন্দরের ২ নম্বর জেটি গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিনহাজ (৪৫) ডিজিএফআইয়ের চিফ পেটি অফিসার পদে ছিলেন। তিনি ওই সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে কর্মরত ছিলেন। তিনি নৌবাহিনীর সদস্য ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর জোন) অলক কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বালির স্তুপে পিছলে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। সেখানে ট্রাক-কাভার্ড ভ্যানসহ ভারি যানবাহন চলাচল করে। অন্য কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে কি না সেটা খতিয়ে দেখছি। ঘটনাস্থলে সিসি ক্যামেরা আছে কি না তাও দেখা হচ্ছে।
বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন আজাদীকে বলেন, মিনহাজ সাহেব মোটর সাইকেল চালিয়ে পতেঙ্গা থেকে বন্দরের দিকে আসছিলেন। প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তা কর্মীদের বক্তব্য অনুযায়ী, জেটি গেইটে আরও কয়েকটি মোটর সাইকেলকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে থাকা বালির স্তুপে লেগে উনার মোটর সাইকেল পিছলে পড়ে যায়। তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় নৌবাহিনী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনষ্ট এবং ভন্ড নেতৃত্ব বর্জন করুন : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধআতঙ্কিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য কিনবেন না : ক্যাব