কক্সবাজারে চার সংসদ সদস্যের মধ্যে তিনজনই করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুইদিনে তিন সাংসদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সর্বশেষ গতকাল রোববার কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক করোনা আক্রান্ত হয়েছেন। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ঢাকায় নমুনা পরীক্ষা দিয়েছিলেন। সেখানে রোববার তাঁর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর আগে শুক্রবার কক্সবাজার মেডিকেলে নমুনা পরীক্ষায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম ও কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সাংসদ শাহীন আক্তার চৌধুরীর শরীরে করোনা ধরা পড়ে।
জানা গেছে, আক্রান্ত সাংসদরা সংসদ অধিবেশনে যোগদানের আগে নিয়মানুযায়ী করোনা পরীক্ষা দিলে তাদের শরীরে সংক্রমণ ধরা পড়ে। অবশ্য তাদের শরীরে তেমন কোন উপসর্গ ছিল না বলে জানান তাদের ঘনিষ্টজনেরা। তারপরও তারা করোনা আক্রান্ত হওয়ায় অনেকের মাঝে আতংক দেখা দিয়েছে।