মাটির নিচে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৯:৪৬ অপরাহ্ণ

টেকনাফে র‌্যাব-৭ সদস্যরা অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ১২ কোটি ৪১ লক্ষ টাকা মূল্যের ইয়াবার একটি চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ধৃত মাদক ব্যবসায়ী হচ্ছে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড রুমালিয়াছড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মো.মনসুর আলম (২৯)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ এর অধিনায়ক লে.কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব-৭ জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড় হাবিবপাড়া এলাকার জাফর আলমের বাড়ির উঠানে বড় একটি ইয়াবার চালান অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, আজ ৪ এপ্রিল (রবিবার) সকাল ৬টার দিকে চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি দল বর্ণিত স্থানে অভিযানে গেলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় এক ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। এরপর আটক আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির উঠানে থাকা একটি মুরগীর ফার্মের সামনে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাভর্তি দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ৪ লাখ ১৩ হাজার ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।
উদ্ধারকৃত ইয়াবার চালানটির মুল্য প্রায় ১২ কোটি ৪১ লাখ টাকা।
তিনি আরো বলেন, “ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
পরবর্তী নিবন্ধকক্সবাজারের সাবেক-বর্তমান ২ কাউন্সিলরসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড