হালদার মৎস্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পাড়ের লোকজনের ভূমিকা গুরুত্বপূর্ণ

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ও হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা হালদা নদীর মৎস্য ভাণ্ডার সমৃদ্ধ করতে নদীর পাড়ের মানুষকে সচেতন থাকতে হবে। চুরি করে যারা নদী থেকে মাছ শিকার করে তাদের ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। হালদার ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় সবসময় খবরাখবর রাখছে। ইতিমধ্যে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার পরিচালনা, মাছ শিকার, ইঞ্জিন চালিত নৌকা বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী পাহারা দেওয়ার জন্য নৌ -পুলিশ এবং স্থান বিশেষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদীতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনকে সহযোগিতা করার জন্য হালদা পাড়ের লোকজন ও নদী সংলগ্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি গতকাল শনিবার রাজস্ব খাতের আওতায় হালদার রুই থেকে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
হালদা নদীর মধ্যম মাদার্শা বড়ুয়া পাড়া সংলগ্ন স্থানে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, মৎস্য বিভাগের চট্টগ্রাম জেলার উপ-সহকারী পরিচালক সাইমুরা ইয়াসমিন, হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মো. জসিম উদ্দিন শাহ, সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আবদুল মজিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেরুনেচ্ছা, আইডিএফ প্রতিনিধি, হালদা থেকে ডিম সংগ্রহকারী, পোনা উৎপাদনকারী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধএতিমখানায় এপেক্স ক্লাবের পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন
পরবর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ২৯ মে