দোকান খোলা রাখায় জরিমানা গুণলেন ১২ ব্যবসায়ী

প্রশাসনের অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখাসহ স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৩শ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। সংশ্লিষ্টরা জানান, অভিযানে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ১২ জন দোকানিকে ১১ হাজার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ২০ জনকে ৬ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে চকবাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। তিনি জানান, অভিযানে ৪ জনকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বহদ্দারহাটে ৭ জনকে ১২শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। অপরদিকে সন্ধ্যায় জিইসি মোড়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় সন্ধ্যা ৬টার পরেও দোকান খোলা রাখায় ৩টি রেস্টুরেন্টকে ১৮শ টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা গুণে ৫টি গণপরিবহনও। ৪ ব্যক্তিসহ এ সময় ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
গতকাল ইপিজেড ও পতেঙ্গায় অভিযান চালিয়ে ৬ দোকানিকে ৪ হাজার ৭শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। একই অপরাধে হালিশহরে ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লালখানবাজার, খুলশী, কাট্টলী এলাকায় ২ জনকে দেড় হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, গতকাল সিআরবি, কাজির দেউড়ি এবং সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি মাস্কও বিতরণ করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধরুমিন ফারহানাকে হুইপ করার আবেদন বিএনপির
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনাল করে হেফাজতের বিচার দাবি সংসদে