করোনা সংক্রমিতদের চিকিৎসা নিশ্চিতে নগরে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। লালদীঘি পাড় সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় হবে আইসোলেশন সেন্টারটি। গতকাল শনিবার বিকালে সেন্টারের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে মেয়র রেজাউল করিম চৌধুরী ঘোষণা দেন, আগামী ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু হবে।
জানা গেছে, করোনা সংক্রমিতের হার বেড়ে যাওয়ায় রোগীর সেবা নিশ্চিতে করণীয় নির্ধারণে কর্পোরেশনের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন মেয়র। বৈঠকে প্রাথমিকভাবে আইসোলেশন সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত দেন তিনি। পরে পরিদর্শনে এসে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরীকে দ্রুত সময়ের মধ্যে আইসোলেশন সেন্টার গড়ে তোলার নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চসিকের চিকিৎসক ডা. সুমন তালুদারের তত্ত্বাবধানে পরিচালিত হবে আইসোলেশন সেন্টারটি। চসিকের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এখানে দায়িত্ব দেওয়া হবে। চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধপত্র, অঙিজেন সাপোর্ট, খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় সুরক্ষা সেবা নিশ্চিত করা হবে। এছাড়া রোগী পরিবহন ও স্থানান্তরের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে। আক্রান্ত রোগীর অবস্থা জটিলতর হলে সারিয়ে তুলতে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিশেষ পরামর্শ গ্রহণ করা হবে এবং টেলিমেডিসিন সেবারও ব্যবস্থা থাকবে।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আইসোলেশন সেন্টার স্থাপনের পাশাপাশি নগরীতে সাধারণ জনগণের সুরক্ষায় বিনামূল্যে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরগণের তত্ত্বাবধানে কোভিড সুরক্ষায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে ও লিফলেট বিতরণ করা হচ্ছে। মাইকিং ও লিফলেটের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানা ও সরকারের ১৮ দফা নির্দেশনা পালন ও অনুসরণে বাধ্যবাধকতা সম্পর্কে নগরবাসীকে সতর্ক করে দেওয়া হচ্ছে।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী আজাদীকে বলেন, কোভিড-১৯ সংক্রমণ হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যা খালি আছে। তাই প্রাথমিকভাবে ৫০ শয্যা করছি। প্রয়োজন হলে বাড়ানো যাবে। লালদীঘি পাড়ের ভবনটিতে লিফট ফ্যাসিলিটি আছে। সবকিছু বিবেচনা করেই বাছাই করা হয়েছে।