১৩তম আউটলেটের উদ্বোধন করেছে দেশের অন্যতম তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পার্ক গিয়ার লিমিটেড। চট্টগ্রামের বালি আর্কেডে, ২২৭ নবাব সিরাজউদদৌলাহ্ রোডে তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত আউটলেটটি। গতকাল শুক্রবার কেক কাটার মাধ্যমে অতিথিবৃন্দের উপস্থিতিতে উদ্বোধন করা হয় আউটলেটটি। এ সময় অতিথিদের সাথে স্পার্ক গিয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সম্পূর্ণ আউটলেটটি ঘুরে দেখেন। সকল বয়সী নারী, শিশু ও পুরুষদের পোশাক দিয়ে তৃতীয় ও চতুর্থ তলা সাজানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১ জুলাই ঢাকার মিরপুরে প্রথম আউটলেট উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে স্পার্ক গিয়ার। তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে এ প্রতিষ্ঠানটি। এখানে সকল বয়সী নারী, পুরুষ ও শিশুদের অত্যাধুনিক ও ট্রেন্ডি পোশাকের পাশাপাশি কমমেটিকস্ ও পাওয়া যাচ্ছে।