সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে চিকিৎসা পূর্ণাঙ্গ সমাধান নয়

ডা. ওয়াহিদুর রহমান

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে করোনা চিকিৎসা পূর্ণাঙ্গ কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুর রহমান। গতকাল শুক্রবার (২ মার্চ) সন্ধ্যায় আজাদীর সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অনলাইনে করোনা চিকিৎসা কোনোভাবেই পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি না। রোগী না দেখে চিকিৎসা দেয়া যায় না। তবে শুধুমাত্র জ্বর সর্দি বা ছোট কোনো সমস্যা দেখা দিলে অনলাইন থেকে চিকিৎসা সেবা নেয়া যায়। তিনি আরও বলেন, অনলাইনে শুধুমাত্র সচেতনতামূলক কর্মকাণ্ডই গ্রহণযোগ্য হবে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন সময়ে-বিশেষ করে করোনাকালীন বিভিন্ন চিকিৎসার পরামর্শ দেখি; অনেকেই সেটা বিশ্বাস করে ওই ওষুধ সেবন শুরু করেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধুমাত্র বিশ্বাসের উপর ওষুধ সেবন করাটা উচিত নয়। সেটা ভয়াবহ বিপদ হতে পারে। এজন্য করোনাকালীন যে কোনো বিষয় নিয়ে সরাসারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধউপসর্গ দেখা গেলেই টেস্ট করা উচিত