কর্ণফুলীতে মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ট্রাকের সঙ্গে সংঘর্ষ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফসিল ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কবির আহমদ (৪৮)। তিনি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তোয়াব আলী চেয়ারম্যান বাড়ির জালাল আহমেদের পুত্র। তিনি পেশায় একজন পাথর ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহীর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক বা ট্রাকটি আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসৎ মাকে কুপিয়ে মারল ছেলে
পরবর্তী নিবন্ধবাংলাদেশসহ বিভিন্ন দেশে চীনা হ্যাকারদের হামলা