এমপি জাফর আলম করোনায় আক্রান্ত

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী। তিনি জানান সংসদে যোগ দিতে হলে কোভিড-১৯ রিপোর্ট জমা দিতে হয়। এজন্য তিনি করোনা টেস্ট করার জন্য বৃহস্পতিবার স্যাম্পল জমা দেন। শুক্রবার সাংসদ জাফর আলমের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী বলেন, ‘রিপোর্টে করোনা পজিটিভ আসলেও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। সাংসদ জাফর আলম সুস্থতার জন্য চকরিয়া-পেকুয়াবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহলুদ রঙের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগণমাধ্যম সঠিক কাজ না করলে গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়