স্বাস্থ্যের ডিজি ও সচিব করোনায় আক্রান্ত

আজাদী ডেস্ক | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার এক ফেসবুক পোস্টে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নাসিমা সুলতানা। অপরদিকে গতকাল দুপুরে মো. আবদুল মান্নানকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেসবুকে দেয়া পোস্টে নাসিমা সুলতানা লিখেছেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন’। করোনায় সংক্রমিত হলেও তিনি ভালো আছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

দেশে সংক্রমণ শুরুর পর বেশ কিছুদিন দৈনিক স্বাস্থ্য বুলেটিনের উপস্থাপনা করে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন নাসিমা সুলতানা। গত ২৭ জানুয়ারি দেশে প্রথম যে পাঁচজনকে করোনার টিকা দেওয়া হয়েছিল, নাসিমা সুলতানা তাদের একজন।
অপরদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘স্যার দুপুরের দিকে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন ভালো’। গত বছর জুন মাসে স্বাস্থ্য সচিবের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে স্বাস্থ্য কেন্দ্র পাচ্ছে লক্ষীছড়ির দুর্গম দশ গ্রামের মানুষ
পরবর্তী নিবন্ধহলুদ রঙের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার