হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে গতকাল শুক্রবার সারাদেশের ন্যায় হাটহাজারীতে ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সামনে ডাকবাংলো এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশের কারণে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গতকাল বাদ জুমা বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বাস স্টেশন থেকে উত্তরে মাদ্রাসার সীমানা পর্যন্ত সিকি কিলোমিটার এলাকায় দুই ঘন্টা গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এসময় যাত্রী সাধারণকে চর দুর্ভোগ পোহাতে হয়েছে। গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার পর যাত্রী ও পথচারীদের বিকল্প পথে চলাচল করতে কর্তব্যরত প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশ শেষ হলে সাড়ে তিনটার দিকে মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।












