পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের আনাগোনা

সরিয়ে দিল পুলিশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার পরেও মানুষের আনাগোনা বন্ধ নেই। কোন কারণ ছাড়াই মানুষ পর্যটন এলাকাগুলোতে ঘুরতে যাচ্ছে। গতকাল শুক্রবার পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেক মানুষ বিকালে ঘুরতে গেছে। পুলিশ গিয়ে তাদেরকে সরিয়ে দেন। চট্টগ্রামের জেলা প্রশাসন পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, চিড়িয়াখানাসহ চট্টগ্রাম পর্যটন এলাকাগুলো বন্ধ ঘোষণা করেছে। সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে গতকাল অনেকেই পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গেলে পুলিশ গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। ইতোপূর্বে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিকবার পতেঙ্গা পর্যটন এলাকায় জনসচেতনতায় অভিযান চালিয়েছিলেন। এদিকে সরকার কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার সকল পর্যটন এলাকাগুলো বন্ধ ঘোষণা করেছেন। জনসমাগম কমাতে পর্যটন এলাকার পাশাপাশি বড় ধরনের সভা-সমাবেশ, ধর্মীয় সভা-উৎসবও বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে গতকাল থেকে সন্ধ্যা ৬টার পর নগরীর সকল দোকান পাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। মাইকিং করে এলাকায় এলাকায় পুলিশ দোকান-মার্কেটগুলো করে দেয়ার ঘোষণা দেয়।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাটে ছিনতাইকারী দলের প্রধানসহ গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধনিহত ও আহতদের ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবি