করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় পিছিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। ১১ এপ্রিল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি থেকে সম্মেলনের তারিখ পিছিয়ে আগামী ২৯ মে পুনর্নির্ধারণ করার বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন। তবে সম্মেলন পেছালেও চলমান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু বলেন, আমরা করোনাকালীন সময়ে সম্মেলনের বিষয়টি বিবেচনার জন্য বলেছিলাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি চিন্তা করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ১১ এপ্রিল থেকে পিছিয়ে ২৯ মে নির্ধারণ করেছেন। উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর ১১ এপ্রিল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। এজন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করে নেতৃবৃন্দ। গঠন করা হয় ১৩টি উপ কমিটি।