বাংলাদেশ থেকে ৯ এপ্রিল থেকে ঢোকা যাবে না যুক্তরাজ্যে

করোনাভাইরাস

আজাদী অনলাইন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৭:২৪ অপরাহ্ণ

সারাবিশ্বে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় বাংলাদেশসহ চার দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশের পথ বন্ধ হচ্ছে।
আগামী ৯ এপ্রিল যুক্তরাজ্যের সময় ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। বিডিনিউজ
ঐ দিন যুক্তরাজ্য ভ্রমণের ‘রেড লিস্টে’ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ফিলিপাইন ও কেনিয়াও যুক্ত হবে। এ তালিকায় আগে থেকেই রয়েছে আরও ৩৫টি দেশ।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের ভ্রমণ বিষয়ক গাইডলাইনে বলা হয়েছে, কোনো যাত্রী যদি এসব দেশ থেকে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করেন বা সর্বশেষ দশ দিনের মধ্যে ঐ তালিকার কোনো দেশে ভ্রমণ করে থাকেন তাহলে তিনি যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি পাবেন না।
তবে তিনি যদি ব্রিটিশ বা আইরিশ নাগরিক হয়ে থাকেন অথবা যুক্তরাজ্যে যদি তার বসবাসের অনুমতি থেকে থাকে তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে। তবে সেজন্য তাকে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত হোটেলে নিজের খরচে ১০ দিন কোয়ারেন্টিনে কাটাতে হবে।
গাইডলাইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও কেনিয়া থেকে কোনো যাত্রী ৯ এপ্রিল ব্রিটেন সময় ভোর ৪টার মধ্যে যুক্তরাজ্যে পৌঁছালে তাকে ঢুকতে দেওয়া হবে। তবে তাকে নিজের বসবাস স্থলে ১০ দিন ‘সেলফ আইসোলেশনে’ থাকতে হবে।
সেখানে পৌঁছানোর পর দ্বিতীয় ও অষ্টম দিন দুই দফা কোভিড-১৯ পরীক্ষায় উৎরাতে পারলে তবেই তাদের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশী পর্যটকদের জন্য থাইল্যান্ড ভ্রমণে নতুন নির্দেশিকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাড়ে ১৪ লাখ টাকার হলুদ ইয়াবাসহ আটক ২