করোনার ঊর্ধ্বগতি দেড় মাস থাকতে পারে—-ডা. আবদুর রব

| শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, আমাদের দেশে করোনার পরিস্থিতি গত এক মাস ধরে অবনতি হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে, করোনার নতুন স্ট্রেইন। এই করোনাতে দেখা যাচ্ছে, রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হচ্ছে। গত ১৫-২০ দিন ধরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করলে কিন্তু এটি স্পষ্ট চোখে পড়বে। তবে এবার অক্সিজেন ম্যানেজমেন্টে আমাদের সক্ষমতা বাড়ায় গতবারের মতো অক্সিজেনের হাহাকার লক্ষ্য করা যাচ্ছে না। গত বছর সিলিন্ডার নিয়ে সবার খুব দৌঁড়াদৌঁড়ি ছিল। আমার মনে হয়, ঊর্ধ্বগতির এই পরিস্থিতি আগামী দেড় মাস ধরে চলতে থাকবে। তাই এখন থেকে সবাইকে যার যার অবস্থান থেকে কঠিন স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা বারবার মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়ে এসেছি। এছাড়া নিয়মিত বিরতিতে সাবান পানি কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক পরলেই ৫০ শতাংশ সংক্রমণ ঠেকানো সম্ভব—ডা. জামান আহম্মদ
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মানতে হবে—-ডা. প্রবীর কুমার দাশ