রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস (এমএন লারমা) দলের কমান্ডার বিশ্ব মিত্র (যুদ্ধ) চাকমাকে গুলি করে অস্ত্র গোলাবারুদ লুটের ঘটনায় সহকর্মী সুজন চাকমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছে নিহত কমান্ডার বিশ্ব চাকমার দাদা অশোক কুমার চাকমা।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে বাঘাইছড়ি থানায় জেএসএস (সন্তু) লারমা দলের ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তিনি।
প্রসঙ্গত, গতকাল বুধবার মধ্যরাত আড়াইটায় বাবু পাড়ায় জেএসএস এমএন লারমা দলের কার্যালয়ে ঘুমন্ত অবস্থায় জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব মিত্র চাকমাকে গুলি করে হত্যার পর তার ব্যবহৃত একে-৪৭ রাইফেল ও একে-৪ রাইফেল, থ্রি-২ পিস্তল এবং ২৫৭ রাউন্ড গোলাবারুদ নিয়ে পালিয়ে যায় তার সহকর্মী সুজন চাকমা।
জেএসএস (এমএন লারমা) দলের বাঘাইছড়ি সভাপতি জ্ঞানজীব চাকমা দাবি করেন জেএসএস সন্তু লারমা দলের ইন্ধনে সুজন চাকমা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস সন্তু লারমা দলের বাঘাইছড়ি সহ-সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, “১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮ জনকে আসামী করে বাঘাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।