আখের চিনিতে রং

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৫:৫৪ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এক ভোক্তার মেসেঞ্জার মেসেজের মাধ্যমে প্রশাসন বিষয়টি অবহিত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে কেয়া কনজ্যুমার-এর খাঁটি দেশী আখের নকল প্যাকেটজাত করা ১শ’ ২০ প্যাকেট চিনি জব্দ করা হয়েছে ।
অভিযান পরিচালনাকারী ইউএনও মোহাম্মাদ রহুল আমিন জানান, আজ বৃহস্পতিবার এক ভোক্তা তার মেসেঞ্জারের মাধ্যমে জানান যে বাজারে দেশী আখের খাঁটি লাল চিনি এক দোকান থেকে ক্রয় করতে গেলে ঐ ভোক্তার মনে সন্দেহ হয়। তিনি তাৎক্ষনিকভাবে বিষয়টি তাকে (ইউএনও) জানালে তিনি অভিযানে বের হন। দোকানে গিয়ে তিনি রং মিশ্রিত চিনি এবং সাধারণ চিনি পানি মিশ্রিত করে পরীক্ষা করলে দেখা যায় সাধারণ চিনির পানি সাদা আকৃতির। আর রং মিশ্রিত চিনির পানি হলদে বর্ণের আকার ধারণ করে। এতে বুঝা যায় লাল চিনি বলে ক্রেতা ঠকানোর জন্য চিনিতে রং মিশানো হয়েছে। দোকানীরা কেয়া কনজ্যুমারের এ প্যাকেটজাত চিনি শহরের পাইকারি দোকান থেকে এনে চাহিদা থাকায় দোকানে বিক্রি করছিল। নকল এসব প্যাকেটজাত ১শ’ ২০ প্যাকেট চিনি জব্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপর্যটন, বিনোদন, সিনেমা, মেলা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ
পরবর্তী নিবন্ধব্যাংকে বোমার ভয় দেখিয়ে ২ দিনের রিমান্ডে তারিকুল