উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর দশম সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ; মহামারীর মধ্যে আগামী ৫ এপ্রিল থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবারের সম্মেলনের সূচনা হবে। চার দিনের এ সম্মেলনের শেষ দিন ৮ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের বৈঠক হবে বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। খবর বিডিনিউজের। তিনি বলেন, এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ডি-৮ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা সম্মেলনে বক্তব্য দেবেন। বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হল মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। পররাষ্ট্রমন্ত্রী জানান, শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ, এর মেয়াদ থাকবে পরবর্তী দুই বছর।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে সভাপতিত্ব লাভ করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরার নতুন দ্বার উন্মোচন এবং বহুপাক্ষিক কূটনৈতিক সহযোগিতা সমপ্রসারণের সুযোগ সৃষ্টি হবে।