ধর্মের নামে নৈরাজ্য বন্ধ করার দাবি

মুক্তিযুদ্ধের প্রজন্মের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের ধর্মীয় অনুভূতির কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হানছে। ধর্মের নামে কোন ধরনের নৈরাজ্য করা যাবেনা। অন্ধকারের কীট এই অপশক্তিকে সমূলে বিনাশ করেত না পারলে ওরা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। গত ২৬ মার্চ সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও নারীনেত্রী এডভোকেট সাইফুন্নাহার খুশির সঞ্চালনায় লালদীঘি চত্বরে সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, নাজিম উদ্দিন, ডা. ফজলুল হক সিদ্দিকী, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সস্পাদক দীপন দাশ, মহানগর সভাপতি রাজিব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, মোস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, এডভোকেট মিলাদুল আমীন, শীলা চৌধুরী, ভাস্কর দেব, খালেদুজ্জামান, এস এম রাফি, ইঞ্জিনিয়ার আঁচল চক্রবর্তী, সাজ্জাদ হোসেন, ইকবাল করিম, জিয়াউদ্দিন, মিশু সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেইস টেক্সটাইল্‌সের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের আয়োজনে ডি-৮ সম্মেলন শুরু ৫ এপ্রিল