চুয়েটে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা শেখ মুজিব’ শীর্ষক আলোচনা সভা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে গত মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যার্টফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী, এমপি। প্রধান বক্তা ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। সঞ্চালনা করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য এটিএম শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি আইকিউএসির সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের বিক্ষোভ