বরকলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের উত্তর বরকল গাজি বাড়ির ছয়টি পরিবারের পাশে দাঁড়িয়েছে চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম। সংগঠনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, নির্মাণ উপকরণ ও বস্ত্র বিতরণ করা হয়।
গত মঙ্গলবার চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ক্ষতিগ্রস্তদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, চন্দনাইশ সমিতির সহসভাপতি অ্যাড. নজরুল ইসলাম, আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, আ ন ম হাসান চৌধুরী, আবু সাঈদ মুন্না, মো. শওকুতুল আলম ও মো. সাইফুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের অবদান ম্লান হবে না
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়ায় দুস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ