টিসিবির পণ্য আজ থেকে বাড়তি দামে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৪:২৬ পূর্বাহ্ণ

সরকারি বিপণন সংস্থা টিসিবির সয়াবিন তেলের দাম কেজিপ্রতি ১০ টাকা এবং চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে। এখন থেকে সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং চিনি কেজি প্রতি ৫৫ টাকায় বিক্রি হবে। গতকাল টিসিবির জনসংযোগ শাখার কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খোলা বাজারের সাথে সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে খোলা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের ১৩৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১১৭ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। খোলা সয়াবিন তেল আরেকটু বেশি দামেই বিক্রি হচ্ছে।
অন্যদিকে টিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে বিপণনে নামা ৫০০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় ১০০টি ও চট্টগ্রামে ২০টি ট্রাক থাকবে। এই প্রক্রিয়া চলবে আগামী ৬ মে পর্যন্ত। প্রতিটি ট্রাকে ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি থাকবে। প্রতি কেজি ৫৫ টাকা দরে ২ থেকে ৪ কেজি চিনি পাবেন একজন ভোক্তা। মসুর ডাল থাকবে ৬০০ থেকে ৭৫০ কেজি। প্রতিকেজি ৫৫ টাকা করে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল পাবেন ভোক্তা। সয়াবিন তেল থাকবে ১২০০ থেকে ১৫০০ লিটার। প্রতিকেজি ১০০ টাকা দরে ২ থেকে ৫ লিটার কিনতে পারবেন ভোক্তা। প্রতিটি ট্রাকে ৩০০ কেজি থেকে সর্বোচ্চ ১০০০ কেজি পর্যন্ত পেঁয়াজের মজুদ থাকবে। প্রতিকেজি ২০ টাকা দরে প্রয়োজন মতো পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তা। ছোলা থাকবে ৪০০ থেকে ১০০০ কেজি। একজন ভোক্তা ৫৫ টাকা দরে প্রতিদিন ২/৩ কেজি ছোলা কেনার সুযোগ পাবেন। এছাড়া প্রতিটি ট্রাকে ১০০ কেজি করে খেজুর থাকবে। একজন ভোক্তা ৮০ টাকা দরে এক কেজি খেজুর কেনার সুযোগ পাবেন।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যু ছাড়াল ৯ হাজার সংক্রমণেও রেকর্ড
পরবর্তী নিবন্ধভাড়া দ্বিগুণ, ভোগান্তিও