সাতকানিয়ায় কেরানীহাটে ৬ লেন সড়কের দাবিতে দীর্ঘ ১ কিলোমিটার মানববন্ধন

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ১২:৪৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কেরানীহাটে ফ্লাইওভারের পরিবর্তে বাইপাস অথবা ৬ লেনের সড়কের দাবিতে দীর্ঘ ১ কিলোমিটার লম্বা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এ মানববন্ধন কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।
কেরানীহাট সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফ্লাইওভার হলে কেরানীহাটের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে বাইপাস সড়ক কিংবা ৬ লেন সড়ক নির্মাণের দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ নেজাম উদ্দীন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সাবেক সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ মুছা, মোহাম্মদ নাছির উদ্দিন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলম, সহ-সভাপতি নুরুল আবছার, সাবেক সেক্রেটারি মাস্টার জয়নাল আবেদীন, বর্তমান সেক্রেটারি সাংবাদিক মনজুর আলম, ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের অর্থ সম্পাদক, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, ব্যবসায়ী নেতা আবুল কাসেম, ওমর ফারুক, মাস্টার শাহ আলম খোরশেদ, নাজির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আবু ছালেহ শান ও সফিউল আলম সোহেল। মানববন্ধন চলাকালে ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মানুষের উন্নয়নের জন্য মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন প্রকল্প সরকার বাস্তবায়ন করে থাকে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটসহ বিভিন্ন স্থানে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল কিন্তু হঠাৎ করে আরো বিভিন্ন স্থানে বাইপাস সড়ক নির্মাণের সিদ্ধান্ত ঠিক রেখে শুধু কেরানীহাটে বাইপাস সড়ক নির্মাণের পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেয়। যদি কেরাণীহাটে ফ্লাইওভার নির্মাণ করা হয় তাহলে নির্মাণ কাজ চলাকালীন দীর্ঘ সময়ে এই কেরানীহাটের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে কেরানীহাটের পরিবেশ।
এই কারণে আমরা সর্বস্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে ফ্লাইওভারের পরিবর্তে বাইপাস সড়ক কিংবা ৬ লেনের সড়ক নির্মাণের দাবিতে মাঠে নেমেছি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বগালেক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধগল্পে কল্পে সাইবার সিকিউরিটি