ওযু করতে গিয়ে পানিতে পড়ে কিশোরের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

শবে বরাতের রোজা রাখার নিয়তে সাহরী খেয়েছে সোহেল (১৭)। ফজরের আজানের সাথে সাথে নামাজ আদায়ের জন্য রওয়ানা দেয় মসজিদের দিকে। কিন্তু ওযু বানাতে গিয়ে পানিতে পড়েই মৃত্যু হয় তার। সকালে পাহাড়ি ছড়ায় লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। গতকাল মঙ্গলবার পেকুয়ার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মাঝের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সোহেল ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার মা জুলেখা বেগম জানান, সোহেল মৃগী রোগী। ওযু বানাতে গিয়ে হয়তো তার মৃগী রোগ উঠায় সে পানিতে পড়ে গেছে। নামাজ পড়ে আসতে দেরি হচ্ছে কেন খুঁজতে গিয়ে আমরা ছড়ার মধ্যে তার লাশ খুঁজে পাই। টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, নিহত সোহেলের মা-বাবা এসে কোনো অভিযোগ না করায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে’
পরবর্তী নিবন্ধভাই-বোন মিলে মাদক ব্যবসা