গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরশ উপলক্ষে গত ২৭ মার্চ ফেইথের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ এবং সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুত বড়ুয়া। বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আহমেদ আবু নাসের চৌধুরী, ব্যারিস্টার এস.এম কফিল উদ্দিন, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, অধ্যাপক তরিকুল আলম, শফিকুল ইসলাম শফি, মঞ্জুর আলম চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সামিয়ুল করিম চৌধুরী। আরো বক্তব্য রাখেন সৈয়দ হাবীব বাবু, মাওলানা শায়েস্তা খান আযহারী, ফজলুল হক ফজু, নুরে মোহাম্মদ, কামাল উদ্দিন আহমদ, জামাল উদ্দীন, মো. ফারুক, সমীর দাশ, সরোয়ার, মোহাম্মদ ওমর ফারুখ, মোর্শেদুল করিম চৌধুরী, মামুনুর রশিদ মামুন, এসএম জাবেদ, জাহিদ সরওয়ার, খোরশেদ আলম, মহিউদ্দিন জীবন, ইউছুপ আলী, ডা. বরুণ কুমার আচার্য বলাই, নুর মোহাম্মদ, এনামুল হক তপু, মো. রায়হান, মো. মোর্শেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।