পিনাকের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে মঙ্গলবারের খেলা শেষে চট্টগ্রাম এগিয়ে আছে ঢাকা মেট্রোর চাইতে। তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। এখনও ২৭০ রানে পিছিয়ে দলটি। দ্বিতীয় দিন ৮ উইকেটে ৪০২ রানে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। দুর্দান্ত ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো ইনিংস খেলেন পিনাক ঘোষ। সঙ্গে শাহাদাতের ফিফটিতে চারশ ছাড়াল চট্টগ্রাম বিভাগের সংগ্রহ। শামসুর রহমানের ফিফটির পর জাবিদ হোসেনের দৃঢ়তায় জবাব দিচ্ছে ঢাকা মেট্রো। কক্সবাজারের শহীদ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর মাঠে চট্টগ্রামকে বড় সংগ্রহ এনে দেওয়ার মূল কারিগর পিনাক। তরুণ এই ওপেনার খেলেন ১৫৯ রানের ইনিংস। শাহাদাত করেন ৫৩ রান। ৪ উইকেটে ২৮১ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম। সাবধানী ব্যাটিংয়ে দিনের প্রথম ঘণ্টা কাটিয়ে দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পিনাক ও শাহাদাত। তাদের জুটিতে ৩০০ পেরিয়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে চট্টগ্রাম। ২৮৮ বলে দেড়শ স্পর্শ করেন পিনাক। এরপর আর বেশিদূর যেতে পারেননি তিনি। ১৪ চার ও ২ ছক্কায় ১৫৯ রানে বোল্ড হন আরাফাত সানির বলে। ভাঙে ১০৮ রানের জুটি। ১১৭ বলে ফিফটি করা শাহাদাত ফেরেন খানিক বাদেই। মানিক খানের বলে এলবিডব্লিউ হন তিনি ৪ চারে ৫৩ রান করে। ইরফান শুক্কুর, মেহেদি হাসান রানা ও নাঈম হাসানের (২৭*) ব্যাটে চারশ পার করে চট্টগ্রাম। এরপরই ইনিংস ঘোষণা দেন অধিনায়ক মোমিনুল হক। ঢাকা মেট্রোর শুরুটা ভালো হয়নি। রান আউটে কাটা পড়েন আজমির আহমেদ। শুরুর ধাক্কা সামাল দেন জাবিদ ও শামসুর। তাদের জুটিতে শতরান পার করে ঢাকা মেট্রো। শামসুর ৯৩ বলে ফিফটি স্পর্শ করেন। অর্ধশতকের পরের ওভারেরই মেহেদি রানাকে মারেন টানা তিনটি চার। এরপর আর লম্বা হয়নি তার ইনিংস। বোল্ড হয়ে যান নাঈমের অফ স্পিনে। ভাঙে ১১৮ রানের জুটি। ১০৭ বলে খেলা শামসুরের ৬৮ রানের ইনিংসে ছিল ৮ চার ও এক ছক্কা। অধিনায়ক মার্শাল আইয়ুব রান আউট হন মাত্র ২ রান করতেই। দারুণ ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখে ৪৬ রানে ব্যাট করছেন কিপার-ব্যাটসম্যান জাবিদ।

পূর্ববর্তী নিবন্ধল্যাব নয়, করোনা সম্ভবত প্রাণী থেকে এসেছে: হু
পরবর্তী নিবন্ধআবারো স্থগিত হয়ে গেল ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন