চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়রের নিকট শহরবাসীর প্রত্যাশা হল এই শহরকে নামের গ্রীন সিটি ক্লিন সিটি না করে বাস্তবে গ্রীন সিটি দৃশ্যমান করা হোক। ছোট্ট একটি শহর যা কিনা আশেপাশের একটা থানার সমান আয়তন, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে অতিরিক্ত মানুষের বসবাস যার কারণে শহর দিন দিন নোংরা শহরে পরিণত হচ্ছে এবং মানুষের বসবাসের অযোগ্য নগরীতে রূপান্তর হচ্ছে। মাননীয় মেয়র রেজাউল করিম ভাল লোক হিসেবে সুনাম আছে, বাস্তবে কাজের মাধ্যমে আপনার রূপ আমরা দেখতে চাই। উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করা দরকার যদি কাটতে হয় আবারও আশেপাশে আরও বেশি করে গাছ লাগানো দরকার। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ এবং উদ্যান থাকা একান্ত প্রয়োজন। সরকারের সহযোগিতা এবং জনগণের টেক্স সঠিক ব্যবহারের মাধ্যমে শহরে চতুর্পাশে গাছের বাগানের মাধ্যমে সবুজ শহরে পরিণত করুন। বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় সকল বিল্ডিং এর ছাদ বাগান বাধ্যতামূলক করা হোক।
– সাইফুল হাসান সাগর,
রুমঘাটা আবাসিক, চট্টগ্রাম।