নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ সোমবার (২৯ মার্চ) চসিক-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। বাংলানিউজ
চসিক-এর কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে কাঁচাবাজারের সামনে এবং আশপাশের ফুটপাত ও সড়কের উপর অবৈধভাবে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় ৮ জন দোকানির বিরুদ্ধে মামলা রুজুসহ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।