শুরু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান কার্যক্রম

সাংগঠনিক কাঠামো হালনাগাদ করবে চসিক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান কার্যক্রম। সেবাটি নিশ্চিতে গাইডলাইন তৈরি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আওতায় প্রয়োজনীয় পদ সৃজন ও শূন্য পদ পূরণসহ সাংগঠনিক কাঠামো হালনাগাদ করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক)।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রাথমিক পর্যায়ে দেশের সকল সিটি কর্পোরেশন ও জেলা শহরের পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে গত ৯ মার্চ অনুষ্ঠিত আরেকটি সভায় সিদ্ধান্ত হয়েছে, সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহের অধিক্ষেত্রে সেবাটি দেয়ার জন্য যুগোপযোগী জনবল কাঠামো সৃজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এজন্য সিটি কর্পোরেশন ও পৌরসভার শ্রেণি, আয়তন ও জনসংখ্যা অনুযায়ী জনবল কাঠামো নির্ধারণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নেরও সিদ্ধান্ত হয়। সর্বশেষ গত ২২ মার্চ একটি পরিপত্র জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যা অনুসরণে চসিককে নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, নগরে স্বাস্থ্য সেবা প্রদান সংক্রান্ত সকল কার্যক্রমে সিভিল সার্জন অথবা উপপরিচালক, পরিবার পরিকল্পনা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমন্বয় করে কাজ করবে। এ বিষয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, সিভিল সার্জন অথবা উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে নগর অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। জনবল কাঠামো প্রসঙ্গে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে সকল সিটি কর্পোরেশনে জনবলের চাহিদা নিরুপণ করবে এবং একটি মডেল জনবল কাঠামো সৃজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এ জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত সকল ধরনের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কারিগরি পদের পদায়ন স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নির্বাহ করা হবে। মডেল জনবল কাঠামোর আওতায় উল্লিখিত পদসমূহ সৃজিত না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌরসভার কারিগরি পদগুলোতে পর্যায়ক্রমে সংযুক্তিতে জনবল পদায়ন করা হবে। পদায়নকৃত জনবলের বেতনভাতা স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট হতে নির্বাহ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি আরেকটি ট্রাস্ট গঠনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধকরোনায় মোকাবেলায় ১৭ দফা সুপারিশ