থেমে আছে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল

হেফাজতের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ

আজাদী অনলাইন | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ২:২৭ অপরাহ্ণ

সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সোয়েব জানান, আজ রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। বিডিনিউজ
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম বলেন, “রবিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হায়েছে।”
সোনারবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেওয়া হচ্ছে। এছাড়া ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান ওসি।
এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের সকল দোকানপাটও বন্ধ রয়েছে; দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি।
সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে হরতালকারীরা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের হরতাল ঠেকাতে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধ২২ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও বাড়ল