একুশে পদকপ্রাপ্তিতে আহমেদ ইকবাল হায়দারকে সম্মাননা

সম্মিলিত সাংস্কৃতিক উদ্যোগের আয়োজন

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:২৮ পূর্বাহ্ণ

নাট্যজন, নাট্যনির্দেশক ও অভিনেতা আহমেদ ইকবাল হায়দার একুশে পদক প্রাপ্তিতে চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা তাঁকে সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করেছে। গতকাল শনিবার সম্মিলিত সাংস্কৃতিক উদ্যোগের আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ সম্মননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞনী ড. অনুপম সেনের সভাপতিত্বে আয়োজনে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আকতার। স্বাগত বক্তব্য দেন নাট্যজন সাইফুল আলম বাবু এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুচরিত দাশ খোকন। মানপত্র পাঠ করেন অধ্যাপক সনজীব বড়ুয়া।
অনুষ্ঠানে আহমেদ ইকবাল হায়দারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ডা. চন্দন দাশ, নাট্যজন শিশির দত্ত, ম. সাইফুল আলম চৌধুরী, অলক ঘোষ পিন্টু, বিক্রম চৌধুরী, আবদুল হালিম দোভাষ, অধ্যাপক একেএম ইসমাঈল, খালেদ হেলাল, ড. কুন্তল বড়ুয়া, মোসলেম উদ্দিন সিকদার, অঞ্চল চৌধুরী, শেখ শওকত ইকবাল চৌধুরী, দীপক দত্ত, আইরিন পারভীন লোপা ও মাসুদ বকুল। সম্মাননা পর্বে আহমেদ ইকবাল হায়দারকে ফুল, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ, প্রণব চৌধুরী ও মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শীলা দাশগুপ্তের পরিচালনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে উদীচী, সৃজামি, রবীন্দ্র সঙ্গীতশিল্পী সংস্থা, নজরুল সঙ্গীতশিল্পী সংস্থা এবং রাগেশ্রী। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শুভ্রা সেনগুপ্তা, প্রমা অবন্তী ও তরুন চক্রবর্তী। দলীয় নৃত্য পরিবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওড়ীসি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চারুতা নৃত্যকলা কেন্দ্র। একক সঙ্গীত পরিবেশন করেন সুজিত রায়, শাশ্বতী তালুকদার, সাইফুদ্দিন মাহমুদ খান, কল্যানী ঘোষ, আলাউদ্দিন তাহের, চৈতি মুৎসুদ্দি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ে মারা গেলেন মৃগী রোগী
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ২৯ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ১