সশরীরে বৈঠকে করোনা আক্রান্ত ইমরান সমালোচনার ঝড়

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

এক সপ্তাহ হয়নি কোভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছেন, থাকার কথা কোয়ারেন্টিনে। তা না করে নিজের বাসভবনে নিজের মিডিয়া দলের সঙ্গে সশরীরে বৈঠক করে বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের দৈনিক ডন জানায়, সেনেটর শিবলি ফারাজ এবং ফয়সাল জাভেদ নিজেদের টুইটার একাউন্টে সোমবারের ওই বৈঠকের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। বিরোধীদলের পক্ষ থেকে বলা হয়, দেশে এখন করোনাভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ চলছে। আর স্বয়ং প্রধানমন্ত্রীই কিনা এই রোগের বিস্তার রোধে জারি করা দিকনির্দেশনা (এসওপিএস) লঙ্ঘন করছেন।

পূর্ববর্তী নিবন্ধডেস্কটপ অ্যাপ, ওয়েব ঢেলে সাজালো স্পটিফাই
পরবর্তী নিবন্ধগরিব দেশগুলোর জন্য এক কোটি টিকা চাইলেন হু প্রধান