কাপ্তাইয়ে চাঁদের গাড়ির ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে চাঁদের গাড়ির ধাক্কায় সুমন (৩৫) নামক এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় রাইখালী ফেরীঘাট এলাকায়। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন তার অটোরিক্সা নিয়ে রাইখালী ফেরিতে উঠছিল। সেই সময় পেছন থেকে নাম্বারবিহীন একটি চাঁদের গাড়ি সুমনের অটোরিঙাকে জোরে ধাক্কা দেয়। এতে সুমন মারাত্মক আহত হন। তাৎক্ষণিক সুমনকে চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গায়ত্রি চাকমা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ২৫ মার্চের গণহত্যা পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়
পরবর্তী নিবন্ধপটিয়া মুজাফরাবাদে ৩ শতাধিক শহীদের স্মরণে নির্মিত বধ্যভূমিতে গণহত্যা দিবস পালিত