স্বাধীন আমার মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ -বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ল স্বাধীন বাংলাদেশ। মানচিত্রে জায়গা পেলো স্বাধীন বাংলাদেশ। ত্রিশ লক্ষ জীবন দিয়ে স্বাধীন হলো দেশ। পাকহানারা পালিয়ে গেলো মাথা নত করে। রাজাকারের দল গুলো সব লেজ গুটিয়ে চলে। স্বাধীন স্বদেশ মাতৃভূমি প্রিয় বাংলাদেশ। সুজলা সুফলা আমাদেরই বসুন্ধরা নাইকো জুড়ির শেষ । দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন করল দেশ, গৌরবে সৌরভের মাখা জয় বাংলাদেশ।