স্বাধীনতা আমার মননে

সুলতানা কাজী | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ছোটবেলায় বাড়ির অদূরের স্কুল থেকে প্রতি জাতীয় দিবসে শোনা যেতো মনকাড়া সব দেশের গান। একটু বড় হওয়ার পর বুঝলাম, এ দিবস মানে আমাদের আরেকটা ঈদ। গ্রামীণ ফুলের সাজে কতবার যে নেচেছি! নাচ,গান নিয়ে প্রোগ্রামে হাজির হতাম আমি। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারির দিনগুলো ছিল স্মৃতিবহ। বলছি, স্বাধীনতা দিবসের কথা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আজ। আমার ছোটবেলার স্বাধীনতা আর বড়বেলার স্বাধীনতার আমেজ ও আমার কাছে ভিন্নমাত্রার। নিজ দেশে পরাধীন জীবন থেকে মুক্তির সোপান রচিত হলো আজ। ছাব্বিশে মার্চ আমার কাছে, বাঙালি দামাল ছেলেদের বুক ফুলিয়ে নিরস্ত্র ঝাঁপিয়ে পড়াকেই ঢের মনে হয়। যাদের রক্তে দেশমাতৃকার অপমানের প্রতিশোধ নেয়ার স্পৃহা প্রবল ছিল। স্বাধীনতা….আসলে এমনি এমনি আসেনি! অনেক কষ্ট আর বীরত্বের গল্পে লুকায়িত এ স্বাধীনতা। স্বাধীনতা বলতে বুঝি, বিবেকের কাছে নিজের ইচ্ছের বহিঃপ্রকাশকেই। এ সুবর্ণজয়ন্তীতে এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে পরিপূর্ণভাবে চিন্তার এবং কথা বলার স্বাধীনতা থাকবে। জয় হোক প্রজন্ম থেকে প্রজন্মের। জয় হোক মানবতার।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা আমাদের গৌরবের
পরবর্তী নিবন্ধস্বাধীনতা