১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্দ্বীপের ১২ টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচনে লড়বেন ২০ জন প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৯৬ জন, সাধারণ মেম্বার পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৫ মার্চ সন্দ্বীপ উপজেলা অডিটোরিয়ামে ১২ টি ইউনিয়নে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এদিকে ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। তারা হলেন- বাউরিয়া ইউনিয়ন থেকে সাবেক এমপি মুস্তাফিজুর রহমানের ছেলে ও বর্তমান সাংসদ মাহফুজুর রহমান মিতার ছোট ভাই মোহাম্মদ জিল্লুর রহমান। সারিকাইত ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম (পনির), মগধরা ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও হারামিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারুক হোছাইন।
এছাড়া বাকি ৮ টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ছেন ২০ জন। গাছুয়া ইউনিয়ন পরিষদ থেকে আ.লীগের মনোনীত প্রার্থী আবু হেনা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান পেয়েছেন আনারস প্রতীক। মুছাপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের (নাদিম) ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইদ্রিস আলম। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ২৪ মার্চ নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন ৩ জন। নৌকা প্রতীকে আ.লীগের মনোনীত প্রার্থী ফরিদুল মাওলা (কিশোর) ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল ছাতা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন লড়বেন আনারস প্রতীকে।
আজিমপুর ইউনিয়ন থেকে আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ পেয়েছেন নৌকা প্রতীক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রকি আনারস ও মাকসুদূর রহমান পেয়েছেন চশমা প্রতীক। মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক ইসমাঈল হোসেন মনি। হরিশপুর ইউনিয়নে আ.লীগের আবুল কাশেম মোল্যা নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম আনারস প্রতীকে পেয়েছেন। আমানউল্যা ইউনিয়ন থেকে আ.লীগের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম নওশাদ নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাদাত চৌধুরী মোটরসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম আনারস প্রতীকে নির্বাচন করবেন। সন্তোষপুর ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন (জাফর) নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম আনারস ও আবদুর রহিম কচি মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।