পটিয়ায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সৈয়দ আহনাফ মোরশেদ সাদি স্মৃতি (দিবা-রাত্রি) ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে আমিন নগর স্পোর্টিং ক্লাব। তারা ১৪ রানে হারায় পূর্ব বাড়ৈকাড়া খাজা ক্রিকেট একাদশকে। মঙ্গলবার রাতে উপজেলার বড়লিয়ায় পূর্ব বাড়ৈকাড়া মৌলভী হাটস্থ বৌদ্ধ মন্দির সংলগ্ন মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৈয়দ মোরশেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন ইমরান উদ্দিন বশির। বিশেষ অতিথি ছিলেন লিটন নাথ, সৈয়দ জাবেদ সরওয়ার, রাজিবুর রহমান রাজিব, আনিসুর রহমান আনিস।