২০৩০ সালের আগেই মঙ্গলে নামবে রকেট

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

মঙ্গলে ২০৩০ সালের আগেই স্টারশিপ রকেট পাঠাবে ইলন মাস্কের স্পেসএঙ। সমপ্রতি এ ব্যাপারটি এক টুইটে জানিয়েছেন শতকোটিপতি এ উদ্যোক্তা। রয়টার্স উল্লেখ করেছে, ফেব্রুয়ারিতে ৮৫ কোটি ডলার নগদ বিনিয়োগ সংগ্রহ করেছে স্পেসএঙ। তবে, সামপ্রতিক সময়ে স্টারশিপ রকেটের একটি নমুনা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে।
ভবিষ্যৎ মিশনে চাঁদ এবং মঙ্গলে মানুষ ও একশ টনের কার্গো নিয়ে যাওয়ার জন্য ভারী রকেট তৈরি করছে স্পেসএঙ। সমপ্রতি বিস্ফোরিত এসএন৯ নমুনাটি সেটিরই একটি পরীক্ষামূলক মডেল ছিল। খবর বিডিনিউজের।
এ বছরের শেষেই প্রথম কক্ষপথ উৎক্ষেপণ সম্পন্নের কথা রয়েছে। মাস্ক জানিয়েছেন, ২০২৩ সাল নাগাদ জাপানি শত কোটিপতি ইউসাকু মায়েজাওয়াকে স্টারশিপে করে চাঁদের আশপাশে ঘুরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তার।

পূর্ববর্তী নিবন্ধদুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
পরবর্তী নিবন্ধপটিয়ায় আহনাফ মোরশেদ ক্রিকেট টুর্নামেন্টে আমিন নগর স্পোর্টিং ক্লাব জয়ী