চসিক ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে হবে ফিজিওথেরাপি সেন্টার

মতবিনিময়কালে মেয়র

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল মঙ্গলবার বাটালীহিলস্থ নগর ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তাকে সোসাইটির বিধি মোতাবেক চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, সেক্রেটারি আব্দুল জব্বার, কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, এইচএম সালাউদ্দীন, সাফকাত জাহান, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম, সৈয়দ আদনান হোসাইন, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের যৌথ উদ্যোগে ফিজিওথেরাপি সেন্টার করার উদ্যোগ গ্রহণ করা হয়। সভা শেষে চসিক পরিচালিত কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের জন্য টিকাদান সহযোগী উপকরণ ৬৫ হাজার অ্যালকোহল প্যাড হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১০ বছর পর পোমরা যুবলীগের সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা