গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১৫

বেতনের দাবিতে আন্দোলন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৩০ পূর্বাহ্ণ

নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় লিগ্যাসি ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ১৫-২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, গত ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে গতকাল সকাল থেকে কয়েক’শ শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কিছু শ্রমিক আশপাশে সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে কিছু শ্রমিক পুলিশের উপর চড়াও হয়। এরপর পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ ও রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে কয়েক’শ শ্রমিক কালুরঘাট লিগ্যাসি ফ্যাশনের সামনে আন্দোলন করছিল। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করলে শিল্প পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে আমাদের টিম বিকেলে ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধফেয়ারের নির্বাহী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে প্রয়াস